রূপসায় নৈহাটী কালিবাড়ি বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন

এফএনএস (এফএনএস (এম এ আজিম; খুলনা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৪, ০৪:৫৮ এএম
রূপসায় নৈহাটী কালিবাড়ি বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন

 দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে খুলনার রূপসায় নৈহাটী কালিবাড়ি বাজার বণিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সমিতির অস্থায়ী কার্যালয়ে বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।  ২১৯ জন ভোটারের মধ্যে ২১৪ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। এ নির্বাচনে সভাপতি পদে মোঃ শাহ জামান প্রিন্স (চেয়ার) ১৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন, এর নিকটতম প্রতিদ্বন্দী মোঃ জাহিদুল ইসলাম ৪৩ ভোট, সাধারণ সম্পাদক পদে মোঃ মুক্তাদির বিল্লাহ (মোটরসাইকেল) প্রতীক নিয়ে ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দী মোঃ ইসলাম ফকির (মোরগ) ২৮ ভোট পেয়েছেন, সহ-সভাপতি দুটি পদে মোঃ ইব্রাহিম হোসেন হিবু ৭২ ভোট, ও মোঃ ওমর ফারুক ৭২ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ মিকাইল হোসেন ১১৬ ভোট, কোষাধ্যক্ষ পদে মোঃ হাসিবুর রহমান ১১৪ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ওমর আলী ফকির ১২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া প্রচার সম্পাদক পদে মোঃ রনি শেখ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 


নির্বাচনে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আব্দুল কাদের শেখ প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন। নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি তরুণ চক্রবর্তী বিষ্ণু, মোঃ আসলাম শেখ ও মোঃ বেল্লাল হোসেন। নির্বাচন কমিশনকে সহযোগিতা করেন অবসরপ্রাপ্ত সরকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম আবু হারুনর রশীদ। 


নির্বাচন সার্বিক তদারকি ও পর্যবেক্ষণ করেন রূপসা উপজেলা বিএনপি'র আহবায়ক মোল্লা সাইফুর রহমান, নৈহাটী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইলিয়াজ শেখ, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক শেখ রয়েল আজম, রবিউল ইসলাম রবি, নৈহাটী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ দিদারুল ইসলাম দিদার, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোল্লা রিয়াজুল ইসলাম, জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়ারুল ইসলাম রিপন, সাগর মোল্লা, নৈহাটী ইউনিয়ন পরিষদের প্যানেল চোয়ারম্যান লিপিকা রানী দাস, বিএনপি নেতা জাহিদুল ইসলাম রবি, মোঃ মুছা শেখ প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে