চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় যৌথ বাহিনীর নেতৃত্বে অবৈধ ইট ভাটার অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দুইটি ইট ভাটা ভেঙ্গে বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার (১১মার্চ-২০২৫) বিকাল ৩ টা ২০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ হইতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলার সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। ১১ মার্চ ১৫:২০ ঘটিকায় পরিবেশ অধিদপ্তরের সহায়তায় চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে লাইসেন্সবিহীনভাবে পরিচালিত ইট ভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার লক্ষে উত্তর মতলব উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উত্তর মতলব থানার পুলিশ এবং ফায়ার সার্ভিস সহ যৌথ অভিযান পরিচালনা করা হয়।উক্ত অভিযানে মেসার্স আনোয়ারা মতিন ব্রিকস এবং আর কে ব্রিকস নামের দুইটি দুইটি ইট ভাটা ভেঙ্গে বন্ধ করে দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয় উচ্চ আদালতে নির্দেশে চাঁদপুর জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।