সোনালী ব্যাংক পিএলসির গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মংগলবার সোনালী ব্যংক কিশোরগঞ্জ শাখা ও স্টেশন শাখার আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের জেনারেল ম্যানেজার মো: রফিকুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন ডেপুটি ম্যানেজার মুহাম্মদ আব্দুল্লাহ আল মোমেন,কিশোরগঞ্জ শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো: আব্দুল আওয়াল।
এসিস্টেন্ট জেনারেল ম্যানেজার মুহাম্মদ কায়ছারুল ইসলামের সভাপতিত্বে সিনিয়র প্রিন্সিপাল অফিসার মুহাম্মদ সোলায়মান ও আব্দুল্লাহ আল মাহফুজের পরিচালনায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী , কোষাধ্যক্ষ অধ্যাপক শফিকুল ইসলাম ফকির মতি, সাবেক যুব উন্নয়ন অফিসার একেএম আব্দুল কাদির হিরো, ব্যাংক গ্রাহক সালাহ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে ব্যাংকের কিশোরগঞ্জ অঞ্চলের বিভিন্ন পর্যায়ের নির্বাহী-কর্মকর্তা ও গ্রাহকবৃন্দ অংশ নেন।