দাদনের টাকার জন্য রাজশাহীর তানোরে ভুটভুটি কেড়ে নেয় সুদখোঁর তিনভাই। এই অভিমানে ভুটভুটি চালক আরিফ হোসেন (২৬) গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটে গত ১০ মার্চ সোমবার দিবাগত রাতে উপজেলার জুড়ানপুর গ্রামে।
এঘটনায় আরিফের ভাই শরিফুল ইসলাম (৩২) বাদি হয়ে ৩ জন সুদখোর ভাইকে আসামী করে তানোর থানায় ১১ মার্চ মঙ্গলবার একটি মামলা করেছেন। কিন্তু এ রির্পোট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তানোর উপজেলার চাঁন্দুড়িয়া ইউপির জুড়ানপুর গ্রামের ভুটভুটি চালক আরিফ হোসেন খড়ের ব্যবসার জন্য একই গ্রামের হাজী দারেচের সুদখোর পুত্র বিএম আহম্মেদ (৩৫) এর কাছে ২০ হাজার টাকা দাদন নেয়। পরে বেশ কয়েক মাসে আসল টাকাসহ সুদের টাকাও শোধ করে আরিফ। কিন্তু আরও বেশি সুদের টাকার জন্য রোববার বিএম ও তার ভাই শামিরুল আর মুন্তাজ মিলে পথরোধ করে আরিফকে মারধর করে ভুটভুটি কেড়ে নিয়ে যায়। এই ক্ষোভে ও অভিমানে ১০ মার্চ দিবাগত রাত ১১টার দিকে রান্নাঘরে বসে গ্যাস ট্যাবলেট খাই আরিফ। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ নেয়। পরে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নিহতের লাশ মেডিকেল থেকে উদ্ধার করে থানা হেফজতে নেয় পুলিশ। এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, ঘটনাটি নিয়ে থানায় মামলা রুজু করে লাশ মর্গে পাঠানো হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।