রূপচর্চায় বেসনের ব্যবহার

এফএনএস লাইফস্টাইল | প্রকাশ: ১২ মার্চ, ২০২৫, ০৮:২৭ এএম
রূপচর্চায় বেসনের ব্যবহার

রমজানে প্রতিদিন বিভিন্ন ধরনের মুখরোচক খাবার তৈরিতে বেসন ব্যবহার হয়। বেগুনি, আলুর চপ, বেসন দিয়ে লাড্ডু বানানো, আবার বেসনের পরোটাও বানানো যায়। তবে জানেন কি, বেসন আপনার রূপচর্চায় সমান কাজে দেবে। ঈদের আগে ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন বেসন।

বেসন যেভাবে ত্বকে ব্যবহার করবেন-

বেসনের সঙ্গে হালকা পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। পেস্ট মুখে লাগিয়ে পাঁচ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বকের তেলচিটে ভাব দূর হবে এবং ত্বক মৃসণ ও পরিষ্কার হবে।

ত্বকের ছোট ছোট ছিদ্র ও ব্ল্যাক হেডস দূর করতে বেসন সাহায্য করে। বেসন ব্যবহারের পূর্বে হালকা গরম পানি দিয়ে মুখ ভালোভাবে ধুতে হবে। বেসনের পেস্ট নিয়ে মুখে ম্যাসাজ করে অতন্ত ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ত্বকের উজ্জ্বলতা ও দাগ দূর করতে বেসনের সঙ্গে ৩ চা চামচ কাঁচা দুধ অথবা ১ চা চামচ টক দই মিশিয়ে মুখে ২-৩ মিনিট ভালো করে ম্যাসাজ করুন। শুকিয়ে যাওয়ার পরে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

এই গরমে ত্বকে সবচেয়ে বেশি যে সমস্যা দেখা দেয় তা হচ্ছে রোদে পোড়াভাব। এই সমস্যা সমাধানে ২ টেবিল চামচ বেসনের সঙ্গে ১ টেবিল চামচ টক দই নিয়ে রোদে পোড়া স্থানে মাখুন। ১৫ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে ত্বকের অনেকটাই পোড়াভাব চলে যাবে।

সুস্থ, উজ্জ্বল আর মৃসণ ত্বক পেতে ব্যবহার করতে পারেন এই পদ্ধতিগুলো। বেসনে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, যা ত্বকের উজ্জ্বলতা ও দাগ দূর করে ত্বককে করে মৃসণ।

আপনার জেলার সংবাদ পড়তে