কুড়িগ্রামের ফুলবাড়ীতে মৌমাছির চাকে বাজ পাখির থাবায় উড়ন্ত মৌমাছির কামড়ে একই পরিবারের নারী শিশুসহ ৪ জন আহত হয়েছে। এ সময় দুইটি গবাদী পশু গরু আহত হয়েছে। এ ঘটনাটি ঘটেছে সোমবার ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে।
আহতরা হলেন- কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের রহমত আলীর স্ত্রী মহিমা বেগম (৫৫), আশরাফুল হকের স্ত্রী নুরজাহান বেগম (৩০), নুর জাহানের শিশু কন্যা আশামনি (৫) ও নুর জাহানের ভাগনী মরিয়ম আক্তার (১৭)।
এরমধ্যে নুরজাহান বেগম ও তার শাশুড়ি মহিমা বেগমকে গুরুতর অবস্থায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়াও আশরাফুল হকের গৃহপালিত বেঁধে রাখা দুইটি গরু মৌমাছির কামড়ে গুরুতর আহত হয়। গরু দুটিকে স্থানীয় পশু চিকৎসকের মাধ্যমে চিকিৎসা দেয়া হচ্ছে।
আহতদের অভিভাবক একরামুল হক জানান, সোমবার সকাল ১০ টার দিকে আমার জ্যাঠাতো ভাই আনোয়ার হোসেনের আম গাছে থাকা একটি মৌমাছির চাকে বাজ পাখি থাবা দেয়। এতে চাক থেকে মৌমাছি ছোটাছুটি শুরু করে।
উড়ন্ত মৌমাছির দল আম গাছের পাশে বেঁধে রাখা দুইটি গরুকে প্রথমে আক্রমণ করে। গরু গুলোর হাম্বা হাম্বা ডাক শুনে গরুর মালিক আশরাফুল হকের স্ত্রী নুর জাহান ছুটে আসে। এ সময় মৌমাছি দল তাকেও আক্রমণ শুরু করে।
তার চিৎকার শুনে নুর জাহানের শাশুড়ি মহিমা বেগম, তার শিশু কন্য ও তার ভাগনি নুরজাহানকে বাঁচাতে আসলে তারাও মৌমাছির আক্রমণের শিকার হয়। ্এরমেধ্যে নুরজাহান ও তার শাশুড়ি গরুতর আহত হলে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এখন অনেকটা তারা আশঙ্কামুক্ত বলে চিকিৎসক জানিয়েছে।