সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে ৫ পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই

এফএনএস (জহিরুল ইসলাম; সীতাকুণ্ড, চট্টগ্রাম) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৪, ০৫:০৬ এএম
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে ৫ পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই

 বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ৫ পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। বসতবাড়ি উড়ে যাওয়ায় পাঁচটি পরিবার বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছি।

শনিবার (৭ ডিসেস্বর) সকাল ৯টায় উপজেলার  বারৈয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান পশ্চিম লালানগর গ্রামে ইমান আলী মৌলভী  বাড়িতে অগ্নিকাণ্ডে আবু তাহের পিতা মৌলবি শায়েখ আহমদ, মোঃ মোহাম্মদ ইসহাক, পিতা নুরুল গনি, মোঃ আব্দুস সালাম, পিতা আব্দুল খালেক, মোঃ ফারুক পিতা আব্দুল মোতালেব, মোহাম্মদ নুরুন্নবী 

পিতা নুরুল গনি, মোহাম্মদ ইউসুফ পিতা নুরুল গনি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স"র সিনিয়র স্টেশন অফিসার মোঃ নূরুল আলম দুলাল জানান, আগুন লাগার খবর পেয়ে সীতাকুণ্ড থেকে ১ টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে।  আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ৫ টি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি।

আপনার জেলার সংবাদ পড়তে