এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : পিরোজপুরের সাবেক জিপি ও পিপিসহ তিন আওয়ামীলীগ নেতাকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ১ দিন করে রিমান্ড দিয়েছে আদালত। আজ বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তাপস আসামীদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করলে পিরোজপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হেলাল উদ্দিন পিরোজপুরের সাবেক পাবলিক প্রসিকিউটর পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি অ্যাড. খান মোহাম্মদ আলাউদ্দিন, সদ্য অতীত জিপি শহিদুল হক খান পান্না ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা রাজুকে ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ৪ নভেম্বর পিরোজপুর পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে ওই তিন আসামীসহ অন্য আসামীরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। তখন এলাকাবাসী তাদের বাধা দিতে গেলে আসামীরা তাদের প্রতি ককটেল বিস্ফোরন ঘটায়। ওই ঘটনায় সাকিল মাঝি নামের একজন বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মামলা (মামলা নং ২১১/২০২৪) করে। আসামীরা হাই কোর্ট থেকে অন্য মামলায় অন্তর্বর্তীকালীন জামিন নিয়ে গত ২ মার্চ পিরোজপুর জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত শুনানীর জন্য দিন ধার্য করে। পরে ওই তিন আসামীসহ অন্যরা আদালত থেকে বের হওয়ার পথে ছাত্রদল ও যুবদলের বিক্ষুব্ধ কর্মীরা তাদের উপর চড়াও হয়। এসময়ে পুলিশ এসে ওই তিনজনসহ ৫ আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করে।