চিরিরবন্দরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল ১২ মার্চ বুধবার দুপুর ১২ টায় উপজেলা চত্বরে কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) এর আয়োজনে র্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা। এসময় উপজেলা সমাজসেবা অফিসার মোঃ হামিদুর রহমান, চিরিরবন্দর প্রেসক্লাবের সদস্য ইয়াছিন আলী আকতার প্রমূখ বক্তব্য রাখেন। এসময় সিডিএর শতাধিক মহিলা র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন। শেষে স্মারকলিপি প্রদান করা হয়।