মহাদেবপুরে প্রাইভেট কার উল্টে নিহত ১

এফএনএস (রওশন জাহান; মহাদেবপুর, নওগাঁ) : | প্রকাশ: ১২ মার্চ, ২০২৫, ০৬:৫১ পিএম
মহাদেবপুরে প্রাইভেট কার উল্টে নিহত ১

নওগাঁর মহাদেবপুরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আব্দুল্লাহ আল শামী (১৮) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো চার জন। নিহত শামী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেটের চাচাতো ভাই উপজেলা সদরের কায়স্থপাড়া মহল্লার রোকেয়া কমিউনিটি সেন্টারের স্বত্ত্বাধিকারি ও বিশিষ্ট ইটভাটা ব্যবসায়ী আজমল হক মিঠুর ছেলে। সে ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ছাত্র। মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত সাড়ে ৯টায় উপজেলার মহাদেবপুর-পোরশা পাকা সড়কের হাতুড় ইউনিয়নের মুখইর মোড়ের সামনে সড়কে এই দূর্ঘটনা ঘটে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, নিহত শামীর ফুফাতো ভাই রংপুরে কর্মরত থানা পুলিশের একজন ইন্সপেক্টর মাসুদ রানার ছেলে এসএসসি পরীক্ষার্থী রায়হান ওরফে অনম চৌধুরী (১৫) মহাদেবপুর বেড়াতে আসলে শামী, তার ছোট ভাই মহাদেবপুর সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সাফিন আহমেদ (১৫), তার ক্লাসমেট অপর ফুফাতো ভাই শাহীন আহমেদ ফিটুর ছেলে ফারহান সাদিক (১৫) ও বন্ধু চকচাঁন্দ গ্রামের তাপস সরদারের ছেলে এসএসসি পরীক্ষার্থী আহনাফ মাহির অহন (১৫) অনম চৌধুরীর প্রাইভেট কার নিয়ে মঙ্গলবার ইফতারের পর বেড়াতে বের হয়। তারা বিভিন্ন স্থান ঘুরে মহাদেবপুর-পোরশা পাকা সড়কের মুখইর মোড়ের সামনে পৌঁছলে ওই স্থানে হঠাৎ করে পাকা সড়ক সরু ও নীচু দেখতে পায়। উঁচু সড়ক থেকে কারটি নীচু সড়কে দ্রুত গতিতে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে কলেক পলট খেয়ে দুমড়ে মুচড়ে যায়। কারটির চালক শামীর মাথা জানালার বাইরে বের হওয়ায় সড়কের সাথে মাথায় মারাত্মক আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যরা সামান্য আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। স্বজনেরা শামীর মরদেহ উদ্ধার করেন।

বুধবার বেলা ১১টায় মহাদেবপুর সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাতেই তাকে এক নজর দেখার জন্য তাদের বাড়িতে অসংখ্য মানুষ ভীড় জমান। তার নামাজে জানাযায় কয়েক হাজার মানুষ অংশ নেন। উল্লেখ্য, এই ঘটনার মাত্র তিন দিন আগে গত ৮ মার্চ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেটের চাচাতো ভাই এবং সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল হক মনির ছোট ভাই উপজেলা সদরের কায়ন্থপাড়ার মরহুম নৈমুদ্দিনের ছেলে আমিনুল ইলসাম পাইলট ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মাত্র তিন দিনের মাথায় একই পরিবারের দুজনের অকাল মৃত্যু সহজভাবে মেনে নিতে পারছেন না কেউ।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনেরা নিয়ে যান।

বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সড়ক ও জনপথ বিভাগ এই সড়কটি প্রশস্তকরণের কাজ করছে। মহাদেবপুর থেকে দূর্ঘটনার স্থান পর্যন্ত সড়ক প্রশস্তকরণ সম্পন্ন হয়েছে। কিন্তু এরপরের অংশের কাজ এখনও শুরুই হয়নি। সংশ্লিষ্টরা জানান, পরের অংশ থেকে সরাইগাছি পর্যন্ত সড়ক প্রশস্তকরণ কাজ ২০২৩ সালের ২ জানুয়ারি শুরু হয়ে গতবছর ৩০ জুন শেষ হবার কথা ছিল। এজন্য বরাদ্দ করা হয়েছে ৬৫ কোটি ৭৫ লাখ ৪ হাজার ৪৩৫ টাকা। কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হলেও এই অংশের কাজ এখনও শুরুই হয়নি। ফলে নতুন রাস্তার চেয়ে পুরাতন রাস্তা হঠাৎ করে অনেক নীচু হয়ে গেছে। সড়ক ও জনপথ বিভাগ এটি ভালো করে স্লোপিং করে দেয়নি। কিংবা নিয়মানুযায়ী সড়কের পাশে কোন সতর্কীকরণ প্রতিকও বসাননি। বুধবার সকালেও এখানে দুটি মোটরসাইকেল দূর্ঘটনার শিকার হয়। এসব দূর্ঘটনার জন্য স্থানীয়রা সড়ক জনপথ বিভাগকেই দায়ি করে অবিলম্বে এই সড়কের প্রশস্তকরণ কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন। বিষয়টি জানতে সড়ক ও জনপথ বিভাগ পত্নীতলা উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আহসান হাবীবের মোবাইলফোনে বার বার রিং দেয়া হলেও তিনি তা রিসিভ করেননি।

আপনার জেলার সংবাদ পড়তে