বাঘায় খাদ্যবান্ধব কর্মসূচির উম্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নিয়োগ

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ১২ মার্চ, ২০২৫, ০৬:৫২ পিএম
বাঘায় খাদ্যবান্ধব কর্মসূচির উম্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নিয়োগ

রাজশাহীর বাঘায় খাদ্যবান্ধব কর্মসূচির উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নিয়োগ করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) উপজেলা সম্মেলন কক্ষে এই ডিলার নিয়োগ করা হয়।

জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নির্বচনের জন্য ৭টি ইউনিয়নে ১৪টি কেন্দ্রে ৪৯টি আবেদনপত্র জমা পড়ে। যাচাই-বাছাইয়ের পর ৪৮টি আবেদনপত্র বৈধ হয়। ১টি আবেদন বাতিল হয়। 

আয়োজিত খাদ্যবান্ধব কর্মসূচির উম্মুক্ত ডিলার নিয়োগে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি আক্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, সমাজসেবা কর্মকর্তা সানোয়ার হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা আসিফ ইকবাল, শিক্ষা কর্মকর্তা মীর মামুনুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তাছলিমা খাতুন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মনসুর আলী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী, উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তমাল মিয়া, উপ-খাদ্য পরিদর্শক সাইদুজ্জামান প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে