বাংলাদেশে গ্রাম আদালত কার্যক্রম সক্রিয় করার জন্য সকলের আন্তরিক সহযেগিতা প্রয়োজন এবং দারিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের ন্যায় বিচারন্যায় বিচার নিশ্চিত করার জন্য গ্রাম আদালতের বিকল্প নেই। ১২.০৩.২০২৫ ইং তারিখে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ”বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প”এর জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধÑবার্ষিক সমন্বয় সভা চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন। সভাপতিত্ব করেন উপÑপরিচালক স্থানীয় সরকার বিভাগ,চাঁদপুর মোঃ গোলাম জাকারিয়া এবং সঞ্চালনায় ছিলেন সহকারী পরিচালক স্থানীয় সরকার চাঁদপুর মোঃ রহমত উল্লাহ। অংশগ্রহণকারী,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চাঁদপুর জেলার ৮৮ টি ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরবৃন্দ। প্রকল্প বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন উক্ত প্রকল্পের জেলা ম্যানেজার মমতাজ বেগম। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, গ্রাম আদালত তৃণমূল পর্যায়ের দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত সক্রিয় হলে এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত সাধারণ মানুষ তাদের ন্যায় বিচার প্রাপ্তির পথ সুগম হবে । তবে এ ব্যাপারে সকলকে দায়িত্বশীল হতে হবে।
বিশেষ করে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীদের দায়িত্ব অপরিসীম ,জনসচেতনতা বাড়ােনো এবং মামলার দ্রুত নিষ্পত্তি এবং যথাযথ ভাবে নথি তৈরী ও সংরক্ষণের জন্য পরামর্শ প্রদান করেন। তিনি আরও বলেন এই সভা প্রতি ছয় মাস অন্তর অন্তর করা হবে। উপÑপরিচালক স্থানীয় সরকার বিভাগ,চাঁদপুর গোলাম জাকারিয়া বলেন, গ্রাম আদালতের এখতিয়ার ভূক্ত মামলা যেন উচ্চ আদালতে না যায় । গ্রামে কিংবা ওয়ার্ডে শালিস নয় যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে এজলাস ব্যবহারের মাধ্যমে গ্রাম আদালতের মামলা গ্রাম আদালতেই নিষ্পত্তি করতে হবে এবং নথি যথযথ ফরমে পূরণ করে সংরক্ষণ করতে হবে। প্রতি মাসে মামলার নিভূর্ল তথ্য পেরণ করতে হবে। উপপরিচালক গোলাম জাকারিয়া উন্মুক্ত আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীদের মতামত, চ্যালেঞ্জ ও বিভিন্ন সমস্যা সমূহ জানতে চান। সকলে তাদের সমস্যা সমূহ শেয়ার করেন। তিনি তা সমাধানের আশ্বাস প্রদান করেন ও সুন্দর ভাবে দায়িত্ব পালনে সকলকে নির্দেশ প্রদান করেন এবং সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।