রংপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে রংপুর জেলায় মোট ৩,৫৭৫০০ (তিন লক্ষ সাতান্ন হাজার পাচঁশত) জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। গতকাল (১২ মার্চ) বুধবার সকাল সাড়ে ১০টায় রংপুর পুরাতর সিভিল সার্জন কার্যালয় হলরুমে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন নবাগত রংপুর সিভিল সার্জন ডাঃ শাহীন সুলতানা । তিনি বলেন, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সরকারের একটি গুরুত্বপুর্ন কর্মসূচী। প্রতি বছরে ২ বার ৬মাস অন্তর এই ক্যাম্পেইন হয়ে থাকে। আগামী ১৫ মার্চ সারাদেশ ব্যাপী এ প্লাস ক্যাম্পেইন অনুুষ্ঠিত হবে। এ সময় ৬-১১ মাস বয়সের শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৪৯ মাসের শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রতিটি টিকা কেন্দ্রে, হাটে বাজারে, বাসস্টান্ড ,লঞ্চ স্পট ও রেল স্টেশন কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে।