শুক্রবার থেকে দেশে বন্ধ হচ্ছে পর্নোগ্রাফির ওয়েবসাইট

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশ: ১৩ মার্চ, ২০২৫, ০৪:৪১ পিএম
শুক্রবার থেকে দেশে বন্ধ হচ্ছে পর্নোগ্রাফির ওয়েবসাইট

দেশে পর্নোগ্রাফির সকল ওয়েবসাইট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।  শুক্রবার (১৪ মার্চ) থেকে এসব ওয়েবসাইট বন্ধের প্রক্রিয়া কার্যকর হবে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আইন উপদেষ্টা জানান, গত ৫ আগস্টের পর দেশে বেশ কিছু পর্নোগ্রাফির ওয়েবসাইট চালু করা হয়েছিল, যা সরকারের নজরে এসেছে। তিনি বলেন, “এসব ওয়েবসাইট বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ গবেষণায় দেখা গেছে, পর্নোগ্রাফির সঙ্গে ধর্ষণ ও যৌন সহিংসতার সরাসরি সম্পর্ক রয়েছে।”

তিনি আরও বলেন, “ইতোমধ্যে ওয়েবসাইটগুলো বন্ধের কার্যক্রম শুরু হয়েছে। আশা করছি, শুক্রবারের মধ্যেই দেশের সব পর্নোগ্রাফির ওয়েবসাইট পুরোপুরি বন্ধ হয়ে যাবে।”

সরকার পর্নোগ্রাফির কুপ্রভাব রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে বলে জানান আইন উপদেষ্টা। তিনি বলেন, “পর্নোগ্রাফি তরুণ সমাজকে অপরাধের দিকে ধাবিত করছে। এটি পারিবারিক ও সামাজিক অবক্ষয়ের অন্যতম কারণ। তাই পর্নোগ্রাফির ওয়েবসাইট বন্ধে সরকার দৃঢ় পদক্ষেপ নিয়েছে।”

এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকেও আরও কঠোর হতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশ্লেষক ও সচেতন নাগরিকরা। তারা মনে করেন, এটি সমাজে অপরাধপ্রবণতা কমাতে ভূমিকা রাখবে। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, শুধু ওয়েবসাইট বন্ধ করলেই সমস্যার সমাধান হবে না, বরং ডিজিটাল সচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধের বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে