আন্তর্জাতিক নদী কৃত্য দিবস উপলক্ষে র‌্যালী ও স্মারকলিপি প্রদান

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১৩ মার্চ, ২০২৫, ০৪:৫২ পিএম
আন্তর্জাতিক নদী কৃত্য দিবস উপলক্ষে র‌্যালী ও স্মারকলিপি প্রদান

আজ ১৪ মার্চ আন্তর্জাতিক নদী কৃত্য দিবস। দিবসটি উপলক্ষে সকল বাধা অপসারণসহ দখল-দূষণ বন্ধ করে বড়াল নদ রক্ষার ও খননের দাবিতে পাবনার চাটমোহরে গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) র‌্যালী বের হয়। র‌্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পরিবেশ উপদেষ্টার কাছে স্মারলিপি প্রদান করা হয়। বাংলাধেশ পরিবেশ আন্দোলন (বাপা),বড়াল রক্ষা আন্দোলন ও বড়াল বিদ্যা নিকেতনের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় বড়াল বিদ্যা নিকেতন চত্বর থেকে শিক্ষক,শিক্ষার্থীদের সমন্বয়ে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি চাটমোহর পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বড়াল রক্ষা আন্দোলনের নদন্য সচিব,বাপা’র কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এস এম মিজানুর রহমানস বড়াল রক্ষা আন্দোলনের কর্মীরা বড়াল নদের সকল বাধা অপসারণ করে বড়াল খনন করার দাবি সম্বলিত একটি স্মারকলিপি পরিবেশ উপদেষ্টা বরাবর প্রদান করেন।  

আপনার জেলার সংবাদ পড়তে