ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারি শ্রমিক ইউনিয়নের অসুস্থ্য সদস্য বিধান অধিকারির পাশে দাঁড়ালেন উপজেলা অলংকার শ্রমিক ইউনিয়ন ও জুয়েলারি মালিক সমিতি। তারা বিধান অধিকারীর চিকিৎসার জন্য বৃহস্পতিবার বিকালে তার বাড়িতে গিয়ে নগদ টাকার সহায়তা প্রদান করেন।এ সময়ে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ জুয়েলারি মালিক সমিতির সভাপতি রবিন অধিকারি, কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারি শ্রমিক উইনিয়নের সভাপতি সুশান্ত মালী, সাধারন সম্পাদক ইকবাল আলী, সাংগঠনিক সম্পাদক লিপুন কুমার, অর্থ সম্পাদক দীপংকর সর্মা প্রমুখ ।
প্রায় একমাস আগে স্ট্রোক জনিত কারনে শ্রমিক বিধান গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন । অর্থাভাবে দীর্ঘদিন তিনি চিকিৎসা করাতে পারছিলেন না। সর্বশেষ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারি শ্রমিক উইনিয়ন ও জুয়েলারী মালিক সমিতি অসুস্থ্য শ্রমিকের পাশে দাড়ানোর সিদ্ধান্ত নেয় । বৃহস্পতিবার দুপুরে নেতৃবৃন্দ তার চিকিৎসার খোঁজ খবর নেওয়াসহ নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেন। এবং ভবিষ্যতেও তার খোজ খবর রাখা হবে বলে জানান ।