শরণখোলায় সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন শীর্ষক সভা

এফএনএস (সাবেরা ঝর্ণা; শরণখোলা, বাগেরহাট) : | প্রকাশ: ১৪ মার্চ, ২০২৫, ০৩:২২ পিএম
শরণখোলায় সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন শীর্ষক সভা

১২ মার্চ ২০২৫ তারিখ  বুধবার  রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল সভাকক্ষে সকাল ১১ টায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও এমআইপিএস প্রকেল্পের সহযোগিতায়  শরণখোলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর আয়োজনে  রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার করে আন্তঃধর্মীয় সম্প্রীতি বাজায় রাখার আহ্বানে সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শরণখোলা পিএফজি কো-অর্ডিনেটর সাংবাদিক ইসমাইল হোসেন লিটন এর সঞ্চালনায় এবং পিএফজির আ্যাম্বাসেডর এবং শরণখোলা উপজেলা বিএনপি এর  সাবেক সভাপতি মতিয়ার রহমান খান সভাপতিত্বে উপস্থিত ছিলেন রায়েন্দা ইউনিয়নের বিএনপির  সাংগঠনিক সম্পাদক গিয়াসউদ্দিন, ধানসাগর ইউনিয়ন বিএনপির সভপিতি অহিদুজ্জামান বাবু, খোন্তাকাটা ইউনিয়নের বিএনপির সভাপতি মহিউদ্দিন, সাউথখালী ইউনিয়নের বিএনপির  সভাপতি  মো: শহিদুল ইসলাম লিটন, শরণখোলা জামাত ইসলাম  নেতা এ কে এম আব্দর সালাম, মাওলানা ওবায়দুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ শরণখোলা উপজেলার সভাপতি মো: রুহুল আমিন সরদার, সাধারণ সম্পাদক মুসা সাইফী, বীরমুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা, শরণখোলা মন্দির সভাপতি কৃষ্ণ কান্ত মিস্ত্রী, সম্পাদক বাবু মিস্ত্রী, পুরোহিত বিপ্লব রায়, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুন গাজী সহ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। বক্তারা বলেন সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় দেখা যাচ্ছে যে, ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুেক কেন্দ্র করে বিভাজন তৈরির চক্রান্ত চলছে। এ ধরনের ষড়যন্ত্র আমাদের সামাজিক বন্ধন, ধর্মীয় সম্প্রীতি, স্থিতিশীলতা এবং উন্নয়ন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বিশেষত, সাম্প্রতিক সময়ে কিছু ধর্মীয় সংগঠনের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে, যা আমাদের সহাবস্থানের পরিবেশকে নষ্ট করার সম্ভাবনা তৈরি করছে। এই পরিস্থিতিতে, আমাদের সকলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে এবং একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং বক্তারা আরো বলেন সম্প্রীতির শরণখোলা বিনির্মানই আমাদের লক্ষ্য। রাজনৈতিক এবং ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা না করে আমরা ক্ষান্ত হব না। যতই বাধাঁ বিপত্তি আসুক না কেন আমরা সকল অংশীজন মিলে এক সাথে সম্প্রীতির শরণখোলা প্রতিষ্ঠা করবো। সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো: রেজবিউল কবির।

আপনার জেলার সংবাদ পড়তে