রাজশাহীর বাঘায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবন্ধ নতুন কমিশনে স্থানান্তরের কুট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাচন অফিসের সামনে ২ ঘন্টা ব্যাপি এই কর্মসূচি পালন করা হয়।
জানা গেছে, ২০০৭-২০০৮ সালে সশস্ত্র বাহিনির সহযোগিতায় বাংলাদেশ নির্বাচন কমিশন ৮ কোটি ১০ লাখ নাগরিকের ডেমোগ্রাফিক ও বায়োমেট্রিক তথ্য সম্বলিত ভোটার ডাটাবেজ তৈরী করে। যা পৃথিবীর ইতিহাসে অন্যন্য এক নজির। ইউএনডিপির সমিক্ষা অনুসারে ভোটারদের এই ডাটা ৯৯.৭ শতাংশ সঠিক মর্মে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে।
এই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশন থেকে সরিয়ে অন্য সংস্থায় নেওয়ার ষড়য়ন্ত্র চলছে। এতে এই সেবা নিরাপত্তা ঝুকিতে পড়বে এবং ডাটা ডুপ্লিকেশন ও ডাটাবেজ ম্যানুপুলেশন হওয়ার অশঙ্কা রয়েছে। ডাটাবেজ সুরক্ষার স্বার্থে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনে রাখার দাবিতে ২ ঘন্টা ব্যাপি মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালিত হয়।
বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনেরর আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার গোলাম আযমসহ সহকারি প্রোগ্রাম অফিসার ও ডাটা এন্টি অফিসার।