মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায়বাবার উপর হামলা, আটক ২

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : : | প্রকাশ: ১৪ মার্চ, ২০২৫, ০৪:৫০ পিএম
মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায়বাবার উপর হামলা, আটক ২

নাটোরের লালপুরে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে উত্যক্তের ঘটনায় প্রতিবাদ ও থানায় অভিযোগ দায়ের করায় শুভ নামে এক বখাটে যুবকের বিরুদ্ধে ছাত্রীর বাবাকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে দুই জন কে আটক করেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৯ টার দিকে উপজেলার এবি ইউনিয়নের শালেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত রতন আলী (৩৭) একই গ্রামের মৃত আনছার আলীর ছেলে ও অভিযুক্ত যুবক শুভ একই গ্রামের রুবেলের ছেলে।

ভুক্তভোগী স্কুলছাত্রীর মা সাইমা বেগম  বুলবুলি  জানান, ৬মাস যাবৎ স্কুলে যাওয়া আসার সময় বখাটে যুবক শুভ আমার মেয়েকে উক্ত্যক্ত করে আসছে। এঘটনায় গত ফেব্রুয়ারি মাসে লালপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। তারপর থেকে শুভ ও তার পরিবারের লোকজন বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে আসছে।

তিনি আরো বলেন, বৃহস্পতিবার মেয়ের বাবা (রতন আলী) মসজিদ থেকে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে শুভসহ তার লোকজন অতর্কিত ভাবে হামলা চালায়। এতে তার মাথা ফেটে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এদিকে এঘটনার পর থানায় অভিযোগ দায়ের না দেয়ার জন্য হাসপাতালে এসে হুমকি দিচ্ছে শুভর লোকজন। মারপিটের ঘটনায় মেয়ের মা সায়মা বেগম বাদী হয়ে শুভ সহ ৮জনের বিরুদ্ধে লালপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় দুজনকে আটক করা হয়েছে। আটকৃতরা হলেন মৃত কপি শাহ'র ছেলে মোসলেম উদ্দিন (৪২) ও তার ছেলে রিয়াদ হোসেন (২২)।

এবিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো: নাজমুল হক জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। দুজনকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে