‘স্পাইডার ম্যান ৪’ কাস্টে যোগ দিলেন সেডি সিঙ্ক

এফএনএস বিনোদন | প্রকাশ: ১৪ মার্চ, ২০২৫, ০৭:৫০ পিএম
‘স্পাইডার ম্যান ৪’ কাস্টে যোগ দিলেন সেডি সিঙ্ক

‘স্ট্রেঞ্জার থিংস’ দিয়ে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছেন অভিনেত্রী সেডি সিঙ্ক। তিনি এখন মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে যোগ দিয়েছেন। ‘স্পাইডার ম্যান ৪’ ছবিতে টম হল্যান্ডের সাথে স্ক্রিন শেয়ার করবেন। এখনো নিশ্চিত হয়নি যে সিঙ্ক কোন চরিত্রে অভিনয় করবেন। তবে ডেডলাইন জানিয়েছে, তার চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ হবে। তারা আরও উল্লেখ করেছে, সিঙ্ক ছবিটিতে ‘এক্স-ম্যান’র মিউট্যান্ট জিন গ্রে চরিত্রে অভিনয় করতে পারেন। পূর্বে ফ্যামকি জানসেন ও সোফি টার্নার এই চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলেছিলেন। তবে সেডি সিংকের যোগ দেয়ার ব্যাপারে মার্ভেল স্টুডিওস ও সনি পিকচার্স কেউ মুখ খুলেনি। ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন ‘স্পাইডার ম্যান ৪’ পরিচালনা করছেন। তিনি এই সিরিজের প্রথম তিনটি চলচ্চিত্র পরিচালনা করা জন ওয়াটসের জায়গায় দায়িত্ব নিয়েছেন। ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালের ৩১ জুলাই।