গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ ডুমুরিয়া শাখা কমিটি গঠিত

এফএনএস (আঃ লতিফ মোড়ল; ডুমুরিয়া, খুলনা) : | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৫, ০১:৫৩ পিএম
গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ ডুমুরিয়া শাখা কমিটি গঠিত

আন্তর্জাতিক সাহিত্য সংস্কৃতি পরিষদ গাঙচিল ডুমুরিয়ার শাহপুর শাখায় অধ্যাপক আব্দুল হান্নান সভাপতি ও সাংবাদিক আনোয়ার হোসেন আকুঞ্জী সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ১০টায় কমিটি গঠনের লক্ষ্যে আঃ হান্নান গোলদারের সভাপতিত্বে শাহপুর গাঙচিল কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাঙচিলের উপজেলা সমন্বয়ক কবি ও সাহিত্যিক এস এম নূরুল ইসলাম।আলোচনা সভায় গঠিত ১৩ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ইকবাল হোসেন বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক বিএম আঃ গফুর, অর্থ সম্পাদক কবি সুমন বিপ্লব, দপ্তর সম্পাদক উজ্জ্বল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক অর্ণব হাসান, প্রচার সম্পাদক ডা. আশরাফ গোলদার, সমাজ কল্যাণ সম্পাদক অসীম কুমার সাহা, পাঠাগার সম্পাদক গোলাম মোস্তাফা সাগর, নির্বাহী সদস্য লীলাবতী দেওয়ান, বিশ্বজীৎ কুমার মৃধা, বাহারুল ইসলাম। শেষে ১০ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে