কিশোরঞ্জে চালের বাজারে নেই কোনো মনিটরিং

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৫, ০৩:০৩ পিএম
কিশোরঞ্জে চালের বাজারে নেই কোনো মনিটরিং

কিশোরগঞ্জের বাজিতপুর,কুলিয়ারচর,নিকলি, অষ্ট্রগ্রাম, মিটামইনও ইটনা হাওর ধানের বাজার গত  কিছুদিন ধরে ধানের বাজার আগের তুলনায় মনপ্রতি ১০০-১৫০ টাকা হারে বেরেছে। কিন্তু সেই তুলনায় চালের বাজার কম হারে বেড়েছে বলে বিভিন্ন বাজারের পাইকারী ব্যবসায়ীরা জানিয়েছেন। সরকারি ভাবে মনিটরিংএর  ব্যবস্থা দরকার বলে অনেক ভুক্তভোগীরা জানান। শনিবার বিভিন্ন পাইকারী বাজারে গেলে সংবাদ মাধ্যমকে ব্যবসায়িরা বলেন চালের বাজার কিছুটা বেড়েছে ঠিকই,কিন্তু ধানের বাজার পাগলা ঘোড়ার মতো বেড়েছে। মন প্রতি পুরাতন ধান -২৯ প্রজাতির ধান ১৬৫০ টাকা, নতুন অগ্রহায়ন ধান মন প্রতি ১৫৬০ থেকে ১৫৭০ টাকা, স্বার্ণা ধান ১৫০০ টাকা।এদিকে ২৯ সিদ্ব চাল মন প্রতি ১৫৫০ টাকা, কাটারিভোগ (ভারত) ১৭৫০ টাকা ২৬ কেজি ১৮৫০ টাকা, দেশী চাউল ১৪৫০ টাকা থেকে ১৫৫০ টাকা বলে ব্যবসায়ীরা বলেন। রোজা আসার পর থেকে ব্যবসায়িক অবস্থা খুবই খারাপ। লাক্ষ লাক্ষ টাকা পুজি ব্যবহার করে কোন দিন দশ হাজার থেকে বিশ হাজার টাকার চাল  বিক্রি হয়।সরারচর বাজারের কয়েক জন প্রাইকারী ব্যবসায়িরা গতকাল বলেন,ধানের বাজার অস্থির হলেও সেই তুলনায় চালের বাজার খুব একটা বাড়েনি বলে উল্লেখ করেন। বাজিতপুর খাদ্য কর্মকতা তৌহিদুল ইসলাম জানান, চালের বাজার সহনীয় থাকলেও সরকারী বিভিন্ন খাদ্য গোদামে সেভাবে চাল ও ধান সংগ্রহ হচ্ছে না বলে মন্তব্য করেন।

আপনার জেলার সংবাদ পড়তে