রাজশাহীর বাঘায় পিতা-মাতার কথা সহ্য করতে না পেরে মাদ্রাসা পড়–য়া ছাত্র মারুফ ইসলাম বক্কর (১২) আত্মহত্যা করেছে। শনিবার (১২ মার্চ) সকাল ১০টার দিকে নিজ বাড়ির শয়ন ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মারুফ ইসলাম বক্কর উপজেলার পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের পলাশি চরের শামরুল ইসলাম মিস্ত্রির ছেলে।
এ বিষয়ে শামরুল ইসলাম মিস্ত্রি বলেন, আমার ছেলে মারুফ ইসলাম বক্কর স্থানীয় মাদ্রাসায় লেখাপড়া করে। লেখাপড়াতে সে অনাগ্রাহী। মাদ্রাসার কাউকে কিছু না বলে মাঝে মধ্যে বাড়িতে চলে আসে। বুঝিয়ে আবার রেখে আসা হয়। শনিবার সকালে আগের মতোই কাইকে কিছু না বলে বাড়িতে আসলে তার উপর গালমন্দ করে কাজে যায়। কিছুক্ষণ পর জানতে পারি ছেলে ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিতে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে বাঘা থানার ওসি আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।