জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৫, ০৩:৫১ পিএম
জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন

সারাদেশের ন্যায় বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টিকাদান কেন্দ্রে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।শনিবার সকালে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পার্থ জীময় সরকার। এ সময় উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স’সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। একই সময়ে উপজেলার ০৫নং বিরল ইউনিয়ন টিকাদান কেন্দ্রে অত্র ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন। এসময় বিভিন্ন ওয়ার্ডের সদস্যগণ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে বিরল উপজেলার ১২টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার ২৪১টি কেন্দ্রে ০৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৯২ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ০১ বছর থেকে ০৫ বছর বয়সী ২৫ হাজার ৮৭২ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।

নির্ধারিত সময়ে আপনাদের সন্তানকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াতে ব্যর্থ হবেন! তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইপিআই টিকাদান কেন্দ্রে অফিস চলাকালীন সময়ে আপনার সন্তানকে নিয়ে গিয়ে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়াতে পারবেন।

আপনার জেলার সংবাদ পড়তে