রাজধানীর কুর্মিটোলায় ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা, যেখানে সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। আজ (১৫ মার্চ) দুপুরে উবারে করে বনানী যাওয়ার পথে তার গাড়িতে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লেও ভাগ্যক্রমে তিনি নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।
এই দুঃসহ ঘটনার বর্ণনা দিতে গিয়ে পারশা মাহজাবীন বলেন, “উবারে করে বনানী যাচ্ছিলাম, হঠাৎ কুর্মিটোলার সামনে গাড়িতে আগুন ধরে যায়। প্রথমে কী ঘটছে বুঝতে পারছিলাম না। ধোঁয়ায় দমবন্ধ হয়ে আসছিল, দরজাও খুলতে পারছিলাম না। কোনোরকমে বের হয়ে এসেছি, বুঝতেই পারছি না কীভাবে বেঁচে গেছি!”
নিজের ফেসবুক পোস্টে দুপুর আড়াইটার দিকে তিনি লেখেন, “কিছুক্ষণ আগে কুর্মিটোলা হাসপাতালের সামনে আমার উবারে আগুন ধরে যায়। ধোঁয়ায় আমার গলা এখনও জ্বলছে। প্রথম কিছুক্ষণ গাড়ির দরজা খুলতে পারিনি, কিন্তু আগুন দাউ দাউ করে জ্বলছিল! কীভাবে যে বেঁচে গেছি, তা ভাবতেই পারছি না।”
পারশা মাহজাবীন তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যায়, তার গাড়িটি দাউ দাউ করে জ্বলছে এবং আশপাশের লোকজন পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করছে। ভিডিওটি দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার নিরাপত্তার বিষয়ে খোঁজ নিচ্ছেন।
এই অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিনের ত্রুটি বা তাপমাত্রা বৃদ্ধির ফলে আগুন লেগে থাকতে পারে।