জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ মানেই নতুন কিছু। প্রতি ঈদেই দর্শকদের জন্য থাকে চমক। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। ঈদের বিশেষ পর্বে থাকছে ব্যতিক্রমী নৃত্য পরিবেশনা, যেখানে অংশ নিয়েছেন চার জনপ্রিয় টিভি অভিনেত্রী—সাফা কবির, সাদিয়া আয়মান, সামিরা খান মাহি ও পারসা ইভানা। তাদের সঙ্গে থাকবে একদল পেশাদার নৃত্যশিল্পী। নৃত্য পরিচালনা করেছেন খ্যাতিমান কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ।
প্রতিবারই ‘ইত্যাদি’র নাচের পরিবেশনায় থাকে নতুনত্ব। এবারও নৃত্য, সংগীত এবং চিত্রায়ণে আনা হয়েছে ভিন্নতা। নাচটিকে উপভোগ্য করে তুলতে শিল্পীরা করেছেন অক্লান্ত পরিশ্রম। নিয়মিত মহড়ার মাধ্যমে তারা নিজেদের প্রস্তুত করেছেন। নৃত্যের মধ্য দিয়ে দর্শকদের জন্য থাকবে এক অন্যরকম অভিজ্ঞতা।
নাচটির সংগীত পরিচালনা করেছেন তরুণ ও প্রতিশ্রুতিশীল সংগীত পরিচালক আকাশ মাহমুদ। এবার নাচের মিউজিকে ক্লাসিক্যাল, ফোক, অ্যারাবিক এবং আধুনিক সংগীতের মিশ্রণ থাকছে, যা দর্শকদের শোনার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে।
প্রতিবারের মতো এবারের ঈদেও বিশেষ ‘ইত্যাদি’ প্রচারিত হবে বিটিভির পর্দায় ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। এর নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন এবং স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।
দর্শকদের জন্য এবার ‘ইত্যাদি’র নৃত্য পরিবেশনা এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন নির্মাতা ও অংশগ্রহণকারী শিল্পীরা। ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলবে এই বিশেষ আয়োজন।