বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান ৬০ বছরে পা দিয়েই এক নতুন অধ্যায়ের সূচনা করলেন। জন্মদিনের এক বিশেষ আয়োজনে নিজের নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের পরিচয় করিয়ে দিলেন তিনি। মুম্বাইয়ের এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আমির খান ও গৌরী একসঙ্গে উপস্থিত হয়ে নিজেদের সম্পর্কের কথা জানান। যদিও গৌরীর ছবি প্রকাশ না করতে সাংবাদিকদের অনুরোধ করেন অভিনেতা।
আমির ও গৌরীর পরিচয় ২৫ বছর আগে হলেও, মাঝখানে দীর্ঘ সময় তারা যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন। তবে কয়েক বছর আগে পুনরায় তাদের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়। গত ১৮ মাস ধরে তারা একসঙ্গে রয়েছেন বলে জানান আমির। মজা করে তিনি বলেন, “দেখুন, আপনাদের কিছুই টের পেতে দেইনি!”
গৌরী বেঙ্গালুরুর বাসিন্দা, এবং তিনি সেখানে বেশ পরিচিত একটি সেলুনের মালিক রীতা স্প্র্যাটের মেয়ে। তার বাবা তামিল ও মা পাঞ্জাবি। গৌরী বেঙ্গালুরুর ব্লু মাউন্টেন স্কুল থেকে পড়াশোনা করেছেন এবং পরে লন্ডনের ইউনিভার্সিটি অব আর্টস থেকে এফডিএ স্টাইলিং অ্যান্ড ফটোগ্রাফি বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। বর্তমানে তিনি মুম্বাইয়ে একটি স্বনামধন্য সেলুন পরিচালনার পাশাপাশি আমির খানের প্রযোজনা সংস্থাতেও কাজ করছেন।
গৌরীর ছয় বছরের একটি ছেলে রয়েছে, এবং আমিরের সন্তানেরাও তার সঙ্গে দেখা করেছেন। অভিনেতার মতে, তার পরিবার গৌরীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। আমিরের ঘনিষ্ঠ দুই বন্ধু শাহরুখ খান ও সালমান খানের সঙ্গেও গৌরীর পরিচয় করিয়ে দিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে বিয়ের প্রসঙ্গে প্রশ্ন করা হলে আমির খান বলেন, “আমি জানি না ৬০ বছর বয়সে বিয়ে করাটা শোভনীয় কিনা, তবে গৌরীকে নিয়ে আমার সন্তানরা খুশি। আর আমার সাবেক স্ত্রীদের সঙ্গেও তার দারুণ সম্পর্ক গড়ে উঠেছে।”
গৌরী নিজেও সংবাদমাধ্যমে বলেছেন, আমিরের পরিবারের কাছ থেকে তিনি দারুণ উষ্ণতা পেয়েছেন এবং এই সম্পর্ক নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী।
আমির খান এর আগে দুইবার বিয়ে করেছেন। প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে ১৯৮৬ সালে তার প্রথম বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির দুই সন্তান, ইরা খান ও জুনাইদ খান। ২০০২ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর ২০০৫ সালে চিত্রপরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির। তাদের ঘরে একটি পুত্রসন্তান, আজাদ খান রয়েছে। ২০২১ সালে কিরণের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন আমির, তবে তাদের বন্ধুত্ব এখনো অটুট রয়েছে।
কিছুদিন ধরে বেঙ্গালুরুতে আমিরের ঘন ঘন যাতায়াত নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও, এবার সেই সব গুঞ্জনের অবসান ঘটালেন তিনি নিজেই। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এখন আর লুকোচুরির কিছু নেই। যদি গৌরীর সঙ্গে কোথাও কফি খেতে যাই, আপনারাও আমাদের সঙ্গে আসতে পারেন!”
নতুন সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা জানিয়ে আমির খান বললেন, “আমি খুবই খুশি। গৌরীও আনন্দিত। আমরা একে অপরকে বুঝতে শিখেছি এবং একসঙ্গে সুন্দর একটি জীবন কাটানোর আশা রাখছি।”