বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের একটি ধানক্ষেত থেকে অর্ধগলিত ক্ষতবিক্ষত অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে ওই ইউনিয়নে পাতাকাটা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, দুদিন আগে তাকে হত্যার পর মরদেহ ধানক্ষেতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। জানা গেছে, আবু কালাম নামের এক কৃষক ক্ষেতে ঘাস কাটতে গেলে মরদেহটি দেখতে পান। পরে তিনি স্থানীয়দের জানালে তারা পুলিশকে খবর দেন। এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আঃ হালিম বলেন, মরদেহ সুরাতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তিনি আরও বলেন, লাশ সনাক্ত করতে এবং হত্যার রহস্য উদঘাটন করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।