বাগেরহাটের চিতলমারী উপজেলা জিয়া মঞ্চ সভাপতি কাজী নিজাম উদ্দিনকে হত্যার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত জিয়া মঞ্চের সকল মহানগর ও জেলায় বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে চিতলমারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার বিকাল ৪ টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা জিয়া মঞ্চের সভাপতি এডভোকেট ইমরান হোসেন, সম্পাদক জাহিদুল ইসলাম খান, চিতলমারী উপজেলা বিএনপির সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডু, চিতলমারী উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামান, নিহতের ভাই কাজী শুভ।
এসময় বক্তারা, কাজী নিজাম উদ্দীনের খুনের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক স্বাস্তির দাবি জানান। খুনের সাথে জড়িত সকলকে অতি দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন , জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শামীম হোসেন, মোংলা জিয়া মঞ্চের সভাপতি আব্দুস সালাম মিয়া, জিয়া মঞ্চের চিতলমারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা কাজী জামাল উদ্দিন, বিএনপি নেতা কাজী ওয়াশিকুর রহমান সহ বিএনপি'র সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।