শস্য ভান্ডারখ্যাত দিনাজপুরের সরকারি খাদ্য গুদামে চাল বিক্রির চুক্তি করা মিলের মধ্যে ৩৯ চাল কল মালিক সরকারি গুদামে চাল দিতে ব্যর্থ হয়েছে।দিনাজপুর জেলার সরকারি খাদ্য গুদামে চলতি আমন মৌসুমে চাল সরবরাহের জন্য ১৬৯টি অটো মিল এবং ৭৪২টি হাসকিং মিল খাদ্য বিভাগের সাথে চুক্তি করে। বেশির ভাগ মিল কর্তৃপক্ষ সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহ করলেও ৩৯টি চালকল সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহে ব্যর্থ হয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবির নাথ চৌধুরী বলেন, চাল দিতে ব্যর্থ মিলের লাইসেন্স জব্দ করা হবে এবং আগামী এক বছর ঐ সকল মিল সরকারী খাদ্য গুদামের সাথে কোন চুক্তি করতে পারবেনা। এছাড়া খাদ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।