সাতকানিয়া থানা পুলিশ ৩শ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতের নাম জসিম উদ্দিন (৪৩)। সে উপজেলার সদর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের করইয়ানগর গ্রামের মৃত মতিউর রহমান ও নুরুন্নাহার বেগমের পুত্র। সাতকানিয়া থানার এস আই রোমান, এ এস আই রেহান, এ এস আই এমরান এবং কনস্টেবল হাবিব তাকে গতরাতে নিজ বসতঘর হতে গ্রেপ্তার করে। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর জাহিদুল ইসলাম বিষয়টা নিশ্চিত করেছেন।