সাতকানিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

এফএনএস (মোহাম্মদ বেলাল হোছাইন; সাতকানিয়া, চট্টগ্রাম) : | প্রকাশ: ১৬ মার্চ, ২০২৫, ০৩:৪০ পিএম
সাতকানিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সাতকানিয়া থানা পুলিশ ৩শ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতের নাম জসিম উদ্দিন (৪৩)। সে উপজেলার সদর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের করইয়ানগর গ্রামের মৃত মতিউর রহমান ও নুরুন্নাহার বেগমের পুত্র। সাতকানিয়া থানার এস আই রোমান, এ এস আই রেহান, এ এস আই এমরান এবং কনস্টেবল হাবিব তাকে গতরাতে নিজ বসতঘর হতে গ্রেপ্তার করে। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর জাহিদুল ইসলাম বিষয়টা নিশ্চিত করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে