গণতান্ত্রিক উপায়ে রাজনৈতিক ক্ষমতা পরিবর্তনের লক্ষ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে (ইসি) তিনটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
রোববার (১৬ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইইউ-এর এই বার্তা সম্পর্কে বিস্তারিত জানান।
ইইউ-এর তিন বার্তা:
প্রথমত, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার। মিলার জানান, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইইউ গভীরভাবে আগ্রহী এবং এই গুরুত্বপূর্ণ সময়েও তারা বাংলাদেশের পাশে থাকবে।
দ্বিতীয়ত, বাংলাদেশ ও ইইউ-এর অংশীদারত্ব আরও সুদৃঢ় করতে চায় ইইউ। রাষ্ট্রদূত মিলার বলেন, নির্বাচন কমিশনের উদ্যোগ ও অন্তর্বর্তী সরকারের প্রয়াসকে সমর্থন জানায় ইইউ। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে তারা সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।
তৃতীয়ত, আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে নির্বাচন পরিচালনায় ইইউ সহায়তা দেবে। মিলার জানান, নির্বাচন কমিশন চাইলে ইইউ একটি নির্দিষ্ট আর্থিক সহায়তা প্যাকেজ ও তাদের অভিজ্ঞতা শেয়ার করতে প্রস্তুত। পাশাপাশি, বাংলাদেশের কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী ইইউ নির্বাচন পর্যবেক্ষক পাঠাতেও আগ্রহী।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার সুষ্ঠুতা নিশ্চিত করতে আমরা নির্বাচন কমিশনের কার্যক্রম পর্যালোচনা করেছি। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইইউ সার্বিক সহযোগিতা প্রদান করতে ইচ্ছুক।’
ইউরোপীয় ইউনিয়নের এই বার্তাগুলো বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ার জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।