কাপাসিয়ায় জনতার হাতে আটক যুবলীগ সভাপতি

এফএনএস (এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২৪, ০৩:০৪ এএম
কাপাসিয়ায় জনতার হাতে আটক যুবলীগ সভাপতি

গাজীপুরের কাপাসিয়ায় স্থানীয় যুবলীগ সভাপতিকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। ৭ ডিসেম্বর শনিবার রাত দশটার দিকে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তাকে উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়নের করা মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার দুপুরে গাজীপুর জেলা আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত যুবলীগ নেতা আব্দুল গাফফার (৪৮) উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নাজাই গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। তিনি দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি। জানা যায়, জাতীয়তাবাদী যুবদল, কাপাসিয়া উপজেলা শাখার সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন গত ১৭ সেপ্টেম্বর বাদী হয়ে (মামলা নং- ২৩) কাপাসিয়া থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করেন। ওই মামলায় সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমিকে প্রধান আসামি করে ৬১ জনের নাম ও অজ্ঞাতনামা আরো ১৫০ জনকে আসামি করা হয়েছে। দূর্গাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল গাফফারকে সেই মামলার অজ্ঞাত আসামী হিসেবে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।  কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, গত শনিবার রাতে উপজেলার চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর বাজার থেকে গাফফার নামে ওই যুবলীগ নেতাকে জনতা আটক করে পুলিশকে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়। রোববার দুপুরে ওই যুবলীগ নেতাকে যুবদলের নেতার করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে