সেনবাগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতি সভা করেছে সেনবাগ উপজেলা প্রশাসন। সোমবার বেলা ১১টার সময় উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন,সেনবাগ থানার ওসি তদন্ত মোঃ হযরত আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা হোসেন, বিএনপি নেতা আবদুল্লাহ আল মামুন, সেনবাগ প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত উল্লাহ, সেক্রেটারী মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, বীরমুক্তিযোদ্ধা মুহাম্মদ আবু তাহের, ব্যবসায়ী আবুল বাহার,সাংবাদিক নুর হোসাইন সুমন মোঃ হারুন প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল করিম,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএর আবাসিক মেডিকেল অফিসার মোঃকামাল উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ার ফারভেজ ,উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মাহতাব উদ্দিন, সেনবাগ পৌরসভা বিএনপির আহবায়ক আবদুল হান্নান লিটন,ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সেনবাগ উপজেলা দক্ষিন শাকঅর সভাপতি মাওলানা নিজাম উদ্দিন বিএনপি নেতা ভিপি মফিজুল ইসলাম প্রমুখ।