ডা. আব্দুল জলিল

বৈষম্যমুক্ত দেশ গড়তে শ্রমিকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে

এফএনএস (মোহাম্মদ বেলাল হোছাইন; সাতকানিয়া, চট্টগ্রাম) : | প্রকাশ: ১৭ মার্চ, ২০২৫, ০৭:৪০ পিএম
বৈষম্যমুক্ত দেশ গড়তে শ্রমিকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার শূরা ও কর্ম পরিষদ সদস্য জননেতা ডাক্তার আব্দুল জলিল বলেছেন, শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠা করে গেছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

তিনি বলেন, ইসলাম পূবর‌্যুেগ দাস প্রথা চালু ছিল। রাসুল সা. তা বিলুপ্ত করে মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করেছেন। ইসলাম পূর্ব যুগে মজুরেরা সঠিক মজুরী পেত না। রাসুল সা. ঘাম শুকানোর আগেই শ্রমিকের পাওনা পরিশোধের বিধান জারী করেছেন। ইসলাম শ্রমিকের অধিকার আদায়কে ফরজ করে দিয়েছে। ইসলামের সঠিক বিধান সমাজ ও রাষ্ট্রে যথাযথভাবে অনুসৃত হলে কোনো শ্রমিকের তিল পরিমাণ অধিকার কেউ ক্ষুণ্ন করতে পারবে না।

তিনি আরো বলেন, শ্রমিকেরা সারাদিন কঠোর পরিশ্রম করেন। এই পরিশ্রমের সাথে ইসলামের অনুশাসনসমূহ অনুসরণ করা গেলে শ্রমিক ভাইদের দুনিয়া - আখেরাত দুটোই সফল হবে।

তিনি বলেন, পৃথিবীতে যুগে যুগে শ্রমিকেরা যে আদর্শের শ্লোগান তুলেছে সে আদর্শ বিজয়ী হয়েছে। শ্রমিক সমাজকে বাদ দিয়ে কোথাও কখনও কোনো বিপ্লব সাধিত হয়নি। তাই ইসলামের আলোকে বৈষম্য মুক্ত আদর্শ সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শ্রমিক সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।


তিনি আজ ১৭ মার্চ ২০২৫ সোমবার বাদে আছর আশশেফা স্কুল এন্ড কলেজ মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেরানিহাট শহর শাখার বাস ইউনিটের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।


বিশিষ্ট শ্রমিক নেতা, ব্যবসায়ী ও সমাজ সেবক আব্দুল জব্বার কোম্পানীর সভাপতিত্বে এবং শ্রমিক কল্যাণ ফেতারেশন কেরানিহাট শহর শাখার সেক্রেটারি মোখতার আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে দারসুল কুরআন পেশ করেন কেঁওচিয়া মুজহেরুল হক ইসলামিয়া দাখিল মাদরসার সুপার আলহাজ্জ মাওলানা আব্দুল মালেক।

বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা শাখার নায়েবে আমীর অধ্যাপক জয়নাল আবেদীন।

ইফতার মাহফিলে বাস ইউনিটের সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গ আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদান করেন।

আপনার জেলার সংবাদ পড়তে