রাজশাহীর আড়ানীর রামচন্দ্রপুর বাসস্ট্যান্ড মসজিদের প্রবেশ পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে জিয়া হোসেন নিজের জমি দাবি করে মসজিদে প্রবেশ পথ বন্ধ করে দেন। জিয়া হোসেন রামচন্দ্রপুর গ্রামের রশিদ সরদারের ছেলে।
জানা গেছে, ১৯৯২ সালে আড়ানীর বড়াল নদীর উপর ব্রিজ নির্মান করা হয়। ব্রিজ নির্মানের পর খেওয়া খাটের ফাঁকা স্থানে ১৯৯৩ সালে রামচন্দ্রপুর বাসস্ট্যান্ডের লোকজন মসজিদ নির্মান করেন। এরপর থেকে মুসলিরা নিয়মিত নামাজ আদায় করে আসছিলেন। এ মসজিদে মঙ্গলবার মুসলিরা ফজরের নামাজ আদায় করে নিজ নিজ বাড়িতে চলে যান। সকাল সাড়ে ৭টার দিকে এসে দেখেন জিয়া হোসেন টিন ও বাঁশ দিয়ে মসজিদের প্রবেশ মুখে বেড়া দিয় দেন। এ নিয়ে এলাকায় এক চাঞ্চলের ঘটনা ঘটেছে। তবে বেলা ১২টার দিকে স্থানীয় রকি হোসেনের নেতৃত্বে টিন ও বাঁশের বেড়া ভেঙ্গে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি আবদুস সাত্তার বলেন, কিছুই জানিনা। সকালে এসে দেখি মসজিদে প্রবেশের মুল রাস্তা টিন ও বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকায় ঘটনাটি জানাজানি ৪ ঘন্টা পর ভেঙ্গে দেওয়া হয়।
এ বিষয়ে মসজিদ সংলগ্ন দোকানদার ও স্থানীয় সিনিয়র বিএনপি নেতা আফাজ উদ্দিন বলেন, জিয়া নিজের জমি দাবি করে মসজিদের প্রবেশ মুখে বেড়া দিয়েছিল। পরে স্থানীয় কিছু লোকজন তা ভেঙ্গে দিয়ে মসজিদের প্রবেশ পথ খুলে দিয়েছেন।