কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় ভূরুঙ্গামারী কেন্দ্রীয় জামে মসজিদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল গতকাল ১৭ মার্চ অনুষ্ঠিত হয়েছে।
প্রতি বছর মসজিদের পক্ষ থেকে মুসল্লীদেরকে প্রতি রমজানে একদিন ইফতারী করানো হয়। তারি ধারাবাহিকততায় সোমবার ভূরুঙ্গামারী কেন্দ্রীয় জামে মসজিদে শতশত মুসল্লীদের উপস্থিতে ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন উক্ত মসজিদের তারাবী নামাজের ঈমাম হাফেজ মোঃ আব্দুর রউফ (বাবু)। মুসল্লীদের উপস্থিতি ছারাও মসজিদের কমিটিবৃন্দের মধ্যে উপস্থিত সহ-সভাপতি আ ক ম আবুল কালাম আজাদ (বাচ্চু), সাধাররণ সম্পাদক আলহাজ্ব আব্দুল জলিল ব্যাপারী, সাবেক বিডিআর মোঃ ফজলুর রহমান, সদস্য গোলাম কাদের রনি, মোঃ গোলাম মোস্তফা গাদু, রানা ও দাওয়াতী রোজাদার অতিথিবৃন্দ।