মতিয়াখালী খাল পরিচ্ছন্নের দাবিতে স্মারকলিপি

এফএনএস (এফএনএস (এম এ আজিম; খুলনা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২৪, ০৪:০৬ এএম
মতিয়াখালী খাল পরিচ্ছন্নের দাবিতে স্মারকলিপি

খুলনা সিটি কর্পোরেশনের আওতাধীন ৩০নং ওয়ার্ডের মতিয়াখালী ক্ষেত্র খালী খাল পরিচ্ছন্ন অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের নেতৃবৃন্দ। এ দাবিতে নেতৃবৃন্দ রোববার বেলা সাড়ে ১১ টায় খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমানে দেশে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রকোপ চলছে। কিন্তু মহানগরীর ৩০নং ওয়ার্ডের মতিয়াখালী খালের প্রবেশ মুখ এখন বন্ধ। সেখানে ময়লা আবর্জনা জমে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে। এমতাবস্থায় জরুরি ভিত্তিতে খালটি পরিষ্কার বা পরিচ্ছন্ন করা দরকার। এ অবস্থায় সংশ্লিষ্ট ওয়ার্ডের নাগরিক সেবা প্রদানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ এবং বিষয়টিকে জরুরীভিত্তিতে সমাধান এবং বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার জন্য হস্তক্ষেপ কামনা করা হয়। স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি এবং এমএএফ এর ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য শামীমা সুলতানা শিলু, এমএএফ এর সদস্য সাংবাদিক মুহাম্মদ নূরুজ্জামান, সাংবাদিক সোহরাব হোসেন, জেসমিন সুলতানা বিথী, সরকারি আযম খান কমার্স কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক নাজিম উদ্দিন ভুইয়া শামিমসহ বিভিন্ন সামাজিক সংগঠনের তরুন নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে