ধর্ষণের চেষ্টা: থানা মামলা নেয়নি, ভুক্তভোগি বাড়ি ছাড়া

এফএনএস (কে এম রেজা; পুঠিয়া, রাজশাহী) : | প্রকাশ: ১৯ মার্চ, ২০২৫, ০৩:১৯ পিএম
ধর্ষণের চেষ্টা: থানা মামলা নেয়নি, ভুক্তভোগি বাড়ি ছাড়া

পুঠিয়ায় ধর্ষণের চেষ্টা করা মামলা থানা পুলিশ নেয়নি। বরং থানা ওসি পরিবারির ভাবে সমাধান করার নিদেশ দিয়েছেন। মামলা না নেওয়ায় ধর্ষণের চেষ্টা করা পরিবারটি উন্টা ভুক্তভোগি পরিবারটিকে বাড়িঘর হতে উৎচ্ছেদ করার হুমকি দেওয়ায় বাড়ি ছাাড়া।

উপজেলার বানেশ্বর ইউনিয়নের দিঘলকান্দি কাচারী পাড়া গ্রামে গত ১৮ মার্চ মঙ্গলবার সকালে প্রতিবেশি নানা মনসুর আলি (৫০) দুই সন্তানের জনক। চতুর্থ শ্রেনিতে পড়া শিশুকে ধর্ষণের চেষ্টা করে। ভুক্তভোগি বাবা বলেন, আমার শিশু কন্যাকে দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে আসছিল। ঘটনার দিন তার মা বাড়িতে না থাকায় ধর্ষণের চেষ্টা করে। আমরা ৯৯৯ ফোন করার পর থানা হতে পুলিশ গিয়েছিল। ওই দিন দুপুর তিনটায় আমি অভিযোগ দিয়েছি। দিঘলকান্দি এলাকার ইটভাটার মালিক শাহাবুদ্দিনের কথা শুনে থানার ওসি আমাকে পারিবারিক ভাবে সমাধান করার কথা বলে চলে এসেছেন। সন্ধ্যায় বসার কথা ছিল কিন্তু সমাধান না করে উন্টা আমার পরিবারকে মারধর ও বাড়িঘর হতে উৎচ্ছেদ করার হুমকি দিয়ে আসছেন। আমি পরিবারের নিরাপত্তা না পেয়ে বর্তমানে এলাকা ছাড়া হয়ে আছি। শিশুটির মা বলেন,মনসুর প্রভাবশালী হওয়ায় আমাকে ইতোপূর্বে সে কু-প্রস্তাবসহ অনেকবার ধর্ষণের চেষ্টা করে ছিল। আমিসহ গ্রামের অনেক নারীকেও ধর্ষণ করার চেষ্টা করেছে। এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন,ভুক্তভোগি পরিবারকে থানায় ডাকা হয়েছে। আমাদের উর্ধ্বতন কর্মকর্তার নিদেশত্রুমে আইনগত ব্যবস্থা গ্রাহন করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে