পূবাইল থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এফএনএস (মোঃ আল-আমিন দেওয়ান; কালীগঞ্জ, গাজীপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২৪, ০৪:৫৭ এএম
পূবাইল থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গাজীপুরের পূবাইল থানা প্রেসক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় গাজীপুর সদরের মীরের বাজারস্থ পূবাইল থানা প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের সভাপতি মো. খসরু মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন সিকদার বকুল। বিশেষ অতিথি পুবাইল থানা জামায়াতে ইসলামীর নায়েবে আমির এডভোকেট শামিম মৃধা।  পূবাইল থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট আলতাফ হোসেন সিরাজী এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর  রশিদ সরকার, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া, আমার জনতা পত্রিকার সম্পাদক সানা উল্লাহ নূরী প্রমূখ। সভায় বক্তাগণ পূবাইল থানা প্রেসক্লাবের উল্লেখ যোগ্য কার্যক্রম তুলে ধরে তাদের ভূয়সী প্রশংসা করেন। ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান।  এ সময় স্থাণীয় বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ পূবাইল থানা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে পূবাইল থানা প্রেসক্লাবসহ দেশ ও জাতির সার্বিক উন্নতি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে