নিষিদ্ধ বালাইনাশক কার্বোফুরান, মেয়াদোত্তীর্ণ ও ভেজাল সার রাখায় ভ্রাম্যমাণ আদালত ফরিদগঞ্জের ১ টি কীটনাশক ও সারের দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করে,পরে জব্দকৃত পণ্য জনসম্মুখে ধ্বংস করে মাটিতে গভীর গর্ত করে পুতে ফেলা হয়েছে। বৃহস্পতিবার(২০ মার্চ) দুপুরে যৌথ বাহিনীর সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া মোবাইল কোর্ট পরিচালনা করেন,বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার।
জানা গেছে, উপজেলার কালিবাজার কীটনাশক ও সার বিক্রেতা মেসার্স মা ট্রেডার্স এ নিষিদ্ধ কার্বোফুরান ১৩ কেজি, মেয়াদোত্তীর্ণ কীটনাশক এবং ভেজাল সার পাওয়া যায়।
এসময় উপজেলা কৃষি অফিসার কল্লোল কিশোর সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ফাহিম হাসান, ১৪নং ফরিদগঞ্জ ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মজনুন বাহার, সজীব সরকার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার নাছির উদ্দীনের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম, এস আই আনোয়ার হোসেনসহ ফরিদগঞ্জ থানা পুলিশের একটি দল, স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। যৌথ বাহিনী কর্তৃক ফরিদগঞ্জ উপজেলায় অবৈধ কীটনাশক বিক্রেতার বিরুদ্ধে এ আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়।