সেনবাগ থানা পুলিশ এক অভিযান চালিয়ে মোঃ আবদুল হালিম নামের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আবদুল হালিম উপজেলা ৪নং কাদরা ইউপির দক্ষিন তাহিরপুর গ্রামের মোঃ হায়দার আলীর ছেলে। তার বিরুদ্ধে আদালত সিআর মামলা নং ৪৩৯/২৩ ১ বছর ২ মাস সশ্রম কারাদন্ড ও ৫হাজার টাকা অর্থদন্ডাদেশ প্রদান করে। জরিমানা অনাদায়ে আরো ১মাস ২০ দিনের সাজার রায় দেয়।
গোপান সংবাদের ভিত্তিতে সোমবার গবীর রাতে সেনবাগ থানার এস আই আব্দুস সালামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স অফিসার চালিয়ে থাকে গ্রেফতার করে। সোমবার দুপুরে তাকে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করে।সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,এতদিন সে গ্রেপ্তার এগড়াতে পালিয়ে ছিলো।