সাতকানিয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে দর্জি খুন, পল্লী চিকিৎসক আহত

এফএনএস (মোহাম্মদ বেলাল হোছাইন; সাতকানিয়া, চট্টগ্রাম) : | প্রকাশ: ২২ মার্চ, ২০২৫, ০১:৩৯ পিএম
সাতকানিয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে দর্জি খুন, পল্লী চিকিৎসক আহত

চট্টগ্রামের সাতকানিয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে সুবীর চক্রবর্তী (৩৭) নামে এক দর্জি নিহত হয়েছে। তিনি উপজেলার পুরানগড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর পাড়ার অরুণ চক্রবর্তীর পুত্র। এ সময় নিহতের ভাই পল্লী চিকিৎসক প্রবীর চক্রবর্তীও আহত হয়েছে।গতরাত সাড়ে দশ ঘটিকায় জায়গা - জমির বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতের ভাই আহত প্রবীর চক্রবর্তী বলেন, "আমি পুরানগড়ের শীলঘাটায় পল্লী চিকিৎসা সেবা প্রদান করি। আমার ভাই সুবীর চক্রবর্তী একই জায়গায় সেলাই কাজ করে। গতরাত দশ ঘটিকায় আমরা দোকান বন্ধ করে বাড়ির কাছাকাছি এলে সুশীল দাশ নামক এক প্রতিবেশী আমাদেরকে আলাপের কথা বলে ডাকেন। আমরা গেলে রূপক দাশ, দ্বীপ্ত দাশ, সুদীপ্ত দাশ, অলক দাশ সহ আমাদের জায়গা - জমির বিরোধীয় পক্ষের প্রায় ১৫/২০ জন লোক আমাদের উপর হামলা করে। তাদের ছুরিকাঘাতে আমার ভাই সুবীর নিহত হয়। আমিও আহত হই।"

এ রিপোর্ট লেখার সময় (রাত ২ ঘটিকায়) নিহতের লাশ সাতকানিয়া উপজেলা হেল্থ কমপ্লেক্সে ছিল। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনা-’ল পরিদর্শণ করেছেন। নিহত সুবীর দেড় বছর বয়সী এক কন্যা সন্তানের জনক।

আপনার জেলার সংবাদ পড়তে