চট্টগ্রামের সাতকানিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোর পূর্বক জায়গা দখলের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাতকানিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চর পাড়ার প্রবাসী মোঃ ইমরুল ইসলাম ইমনের স্ত্রী ফরিদা আকতার (২০) বাদী হয়ে সাতকানিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম ঢেমশা মৌজার আর এস ৭৮৫ (বি এস ১৫৯৪) নম্বর খতিয়ানের আওতায় বাদীনির শাশুড়ি জাফরা বেগমের খরিদা ও মৌরশী ২১ শতক বিরোধীয় জমি রয়েছে। জাফরা বেগমের মৃত্যুর পর হতে বিবাদী সাতকানিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চর পাড়ার ভেট্টা মিয়ার পুত্র মুহাম্মদ কামাল উদ্দিন (৩০) উক্ত জায়গা জোর পূর্বক দখল করার জন্য অপচেষ্টা শুরু করে। এ বিষয়ে কয়েকবার স্থানীয় সালিশ বৈঠক হলেও তাতে সমাধান না হলে বিবাদীর ভাই মুহাম্মদ আলমগীর বাদী হয়ে বিজ্ঞ সাতকানিয়া সিনিয়র সহকারী জজ আদালতে অপর-৪২৮/২০১৮ নম্বর মামলা দায়ের করে। উক্ত মামলা মূলে বিগত ১৭/১১/২০২৪ তারিখ সাতকানিয়া আদালতের সিনিয়র সহকারী জজ জনাব মোঃ হেদায়েত উল্যাহ ৩৩ নম্বর আদেশে জায়গার উপর নিষেধাজ্ঞা জারী করেন। ১৮/১১/২০২৪ তারিখের ৩৪ নম্বর আদেশে নিষেধাজ্ঞা আদেশ কার্যকর করণার্থে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করা হয়। উক্ত আদেশের পর সাতকানিয়া থানা পুলিশ কতৃক জায়গার মধ্যে কোনো ধরণের কাজ না করার জন্য জায়গায় গিয়ে বিবাদী ও তার পরিবারের লোকজনদেরকে নির্দেশ প্রদান করা হয়। কিন্তু আদালত ও থানা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে গত ১৭/৩/২০২৫ তারিখ দুপুর ১২ ঘটিকায় বিবাদী মুহাম্মদ কামাল উদ্দীন দলবল নিয়ে জোরপূর্বক উক্ত জায়গায় সাইনবোর্ড টাঙ্গিয়ে দেয় বলে বাদীনি তার অভিযোগে উল্লেখ করেন। সাইনবোর্ড টাঙ্গানোর কারণ জানতে চাইলে বিবাদী ক্ষিপ্ত হয়ে বাদীনিকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি ধমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। বাদীনির স্বামী এবং স্বামীর অপর ভাইগণ প্রবাসে থাকায় তিনি এবং পরিবারের অপর মহিলাগণ নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত কামাল উদ্দীনের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, "ফরিদা আকতার আমার ফুপাত ভাইয়ের বউ। আমার ফুপু আমার দাদার যেটুকু সম্পদ প্রাপ্য সেটুকু আমরা আমাদের ফুপাত ভাইদেরকে বুঝিয়ে দিয়েছি। কিন্তু তারা প্রাপ্যের অধিক সম্পদ দাবি করছে।"
এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সাতকানিয়া থানার এস আই শাহাদাত হোসাইন সাজ্জাদ বলেন, "বিষয়টা পারিবারিক। ভাইয়ালী সম্পদ নিয়ে বিরোধ। মামলা চলমান। আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তবুও তারা (কামাল গং) একটা কাগজের ব্যানার পেরেক দিয়ে গাছের সাথে লাগিয়ে দিয়েছে। অভিযোগ পেয়ে আমি গতকাল ঘটনাস্থলে গিয়ে তাকে তা তুলে নিতে বলেছি।"