নোয়াখালীর সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়ির শিক্ষক মোঃ মুসার বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে আন্দোলন করায় সাবেক ও বর্তমান শিক্ষার্থী অভিভাবকদের বিরুদ্ধে থানায় ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ দায়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
শনিবার দুপুরে পৌর শহরের একটি রেষ্টুরেন্টে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদরে ব্যানারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বক্তব্য রাখেন সাবেক শিক্ষার্থী আলা উদ্দিন আলো ও মোজাম্মেল হক। এসময় উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি মেহরাব হোসেন, সাবেক শিক্ষাথী মোস্তফা, আবু ছায়েদ, আজগর হোসেন শিবলু সহ সাবেক ও বর্তমান শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন ।
প্রসঙ্গত সমপ্রতিক সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: মুসা কে বন্দরবন জেলায় বদলি করা হয়। এটনায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীগন এই বদলিকে ষড়যন্ত্র মুলক বদলী দাবি করে এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে ও নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে স্বারকলিপি প্রদান করে।
এরপর সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহাতে জান্নাত মোসাম্মদ ফেরদাউস আক্তার বিদ্যালয়ে হামলা ভাংচুরের অভিযোগে মোজাম্মেল হোসেন, আলা উদ্দিন আলো, শাহেদুল ইসলাম সুফল, জামাল হোসেন, ফিরোজ আলম,অজ্ঞাত সাংবাদিক পুত্র, আলভী,সাফওয়ান, সনি, সীমান্ত, পাভেল, তানজিদ, অর্নব, আশিক, রিজভী, নাজিম ও হাসানসহ ১৭ জনের নামে মামলা থানায় সাধারণ ডাইরী করেন।
শিক্ষার্থীগন এই ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ অতিসত্বর প্রত্যাহার ও প্রধান শিক্ষকের পদত্যাগ বাদী জানিয়ে ২৪ঘন্টা সময় বেঁধে দিয়ে আল্টিমেটার প্রদান করে সাবেক ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত করে।।