ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পৃথক অভিযানে ৫ ডাকাত ও ২ মহিলাসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের বড্ডাপাড়ায়, ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীডুবা, কালিকচ্ছ, শোলাবাড়ি ও চুন্টা ইউনিয়নের করাতকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ডাকাত ছাড়াও রয়েছে এক জন সাজাপ্রাপ্ত ও ৫ জন গ্রেপ্তারী পরোয়ানার আসামী। গতকালই তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার দিবাগত রাত সোয়া ১১ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্রাপাড়ার শ্রীডুবা এলাকায় এস আই মো. তাহেরের নেতৃত্বে সাঁড়াসী অভিযান চালায় পুলিশ। আভিযানিক দল সেখানে ডাকাতির প্রস্তুতিকালে হাতেনাতে দেশীয় ধারালো অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো- সদর মডেল থানার মালিহাতা গ্রামের প্রয়াত আব্দুল কাহারের ছেলে গ্রƒপ লিডার মো. লিয়াকত আলী (৩৪), সরাইল সদর ইউনিয়নের গুনারা গ্রামের বর্তমান চান্দিয়ারা গ্রামের প্রয়াত ফরিদ মিয়ার ছেলে মো. শরীফ (২৩), সদর উপজেলার সাদেকপুর গ্রামের ফুল মিয়ার ছেলে মো. সাগর (২২), মালিহাতা চৌকিদার বাড়ির মো. আক্তার মিয়ার ছেলে মো. শামীম মিয়া (২০) ও বুধল ইউনিয়নের ইসলামবাগ গ্রামের মো. আব্দুল হামিদের ছেলে মো. আলী আজম (৩৪)। তাদের কাছ দা চাপাতি চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এদের প্রত্যেকের বিরূদ্ধে সরাইল, সদর মডেল থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। একই রাতে এস আই নুরূন নবী, এস আই জাহিদ আহসান, এ এস আই লুৎফর রহমান ও এ এস আই মাইন উদ্দিন পৃথক অভিযানে গ্রেপ্তারি পরোয়ানার ৫ জন আসামীকে গ্রেপ্তার করেছেন। স্বামী স্ত্রীসহ গ্রেপ্তারকৃতরা হলো- চুন্টা ইউনিয়নের করাতকান্দি গ্রামের প্রয়াত আব্দুস সামাদের ছেলে মো. সফিক মিয়া, তার স্ত্রী ফাতেমা বেগম, সরাইল সদরের বড্ডাপাড়ার মো. রতন মিয়ার ছেলে মোহাম্মদ আলী ও পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ির মো. মাজনু মিয়ার ছেলে মো. কাইয়ুম মিয়া। এ ছাড়া ১ বছর ৬ মাসের সশ্রম কারাদন্ডাদেশ ও ২ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামী কালিকচ্ছের আব্দুস সাত্তারের ছেলে সামসু উদ্দিন সাত্তারকে গ্রেপ্তার করেছেন এস আই মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসান বলেন, ডাকাত চুর ছিনতাইকারী মাদকসেবী ব্যবসায়ি সাজাপ্রাপ্ত পলাতক আসামী কারো সাথে বিন্দু পরিমাণ কোন আপোষ নেই। আমাদের এই জাতীয় অভিযান গুলো দিনেরাতে অব্যাহত থাকবে।