মেলান্দহে ডাকাত আটক

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ২৩ মার্চ, ২০২৫, ০৩:৪০ পিএম
মেলান্দহে ডাকাত আটক

জামালপুরের মেলান্দহে বিকাশ এজেন্ট রফিকুল ইসলামকে (৪৩) হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে ৮০ হাজার টাকাসহ মোবাইল কেড়ে ঘটনায় চাকদহ গ্রামের নূরুল ইসলামের ছেলে ফারুক মিয়া (৩৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত রফিকুল ইসলামের স্ত্রী লাবলী আক্তার (৩৬) জানিয়েছেন-২২ মার্চ দিবাগত রাতে আমার স্বামী প্রতিদিনের ন্যায় মেলান্দহ বাজার থেকে রাতে বাড়িতে ফেরার পথে কামদেববাড়ি মোড়ে একা পেয়ে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে টাকা ও মোবাইল কেড়ে নেয়। পথচারিদের সহায়তায় আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার শেষে জামালপুর হাসপাতালে ভর্তি করা হয়।

অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানিয়েছেন-এ ঘটনায় মামলা হয়েছে। রাতেই আসামী ফারুক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। অপরজন চাকদহ গ্রামের আ: মতিনের ছেলে আশিক (২৫)কে গ্রেপ্তার অভিযান চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে