চাঁদপুর ডায়াবেটিক সমিতি’র ইফতার মাহফিল

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৩ মার্চ, ২০২৫, ০৪:২৯ পিএম
চাঁদপুর ডায়াবেটিক সমিতি’র ইফতার মাহফিল

চাঁদপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ রমজান,শনিবার ২২ মার্চ বাদ আসর চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। চাঁদপুর ডায়াবেটিক সমিতির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের (যুগ্ম সচিব) সভাপতিত্বে ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ রফিকুল ইসলাম।

বক্তব্য রাখছেন ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। শুভেচ্ছা বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, তিনি বলেন , দীঘদিন যাবত ডায়াবেটিক সমিতির পরিচালনা কমিটি নেই । তাই সবার মতামত চাই । সেই জন্যেই বিশেষ ভাবে আজকের আজীবন সদস্যদের আমন্ত্রন জানানো হয়েছে । এই প্রতিষ্ঠানটি যাতে আরো সুন্দর ভাবে চলতে পারে তাই অচিরেই নির্বাচন হোক বা আজীবন সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হবে।

তিনি বলেন, ডায়াবেটিস একটি নীরব ঘাতক, তাই ডায়াবেটিসকে নিয়ন্ত্রনে চিকিৎসা সেবা গ্রহণ, খাদ্যভাস পরিবর্তন এবং নিয়মিত ব্যায়াম করার অভ্যাস করতে হবে। ডায়াবেটিক সমিতি নাম মাত্র মূল্যে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে। তিনি বলেন,এ জেলা শহরে ডায়াবেটিক সমিতির কার্যক্রমকে আরো গতিশীল করতে জেলা প্রশাসন সাধ্যমত সহযোগিতা দিয়ে যাবে।

বক্তব্য রাখেন আজীবন সদস্য ও চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সোহেল রুশদী, আজীবন সদস্য অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট কামাল উদ্দিন, আজীবন সদস্য মজিবুর রহমান ফরহাদ, আজীবন সদস্য গোলাম হোসেন টিটু প্রমুখ ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান,চাঁদপুর সদর ইউএনও সাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর ডায়াবেটিস সমিতির অবৈতনিক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম, কোষাধ্যক্ষ আলহাজ্ব এমএ মাসুদ ভূঁইয়া,চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য ডা. এস এম শহিদুল্লাহ, ডা.মোবারক হোসেন চৌধুরী, ডা. মুস্তাফিজুর রহমান, তমাল কুমার ঘোষ,অধ্যক্ষ মোশারফ হোসেন, ডা.নুরুল আলম টিপু,ডা. বিশ্বনাথ পোদ্দার,হযরত আলী, শেখ মনির হোসেন বাবুল, রোটাঃ জামাল হোসেন,প্রফেসর জাকির হোসেন,মাহমুদা খানম প্রমুখ।

ইফতার মাহফিলের শুরুতে উপস্থিত সকলকে স্বাগত জানানো হয়। এরপর চাঁদপুরের জেলা প্রশাসক যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়ায় চাঁদপুর ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের পক্ষ থেকে প্রতিষ্ঠানের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে চাঁদপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য, ডোনার সদস্য ও সাধারণ সদস্যগণসহ কার্যকরী কমিটির সাবেক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে