কলারোয়ার জালালাবাদে পেল ৬শ ৪১পরিবার ভিজিএফ চাউল

এফএনএস (জুলফিকার আলী; কলারোয়া, সাতক্ষীরা) : | প্রকাশ: ২৩ মার্চ, ২০২৫, ০৪:৩৩ পিএম
কলারোয়ার জালালাবাদে পেল ৬শ ৪১পরিবার ভিজিএফ চাউল

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডে গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসাবে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। রোববার (২৩মার্চ) সকাল ১০টার দিকে জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান নিশান উপস্থিত থেকে এ চাল বিতরণকার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। এসময় জালালাবাদ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৬শ, ৪১টি কার্ডের বিপরীতে ১০কেজি করে চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন-ইউপি সচিব আমিনুর রহমান, ইউপি সদস্য-মোকলেছুর রহমান, মাহবুবর রহমান, মনিরুল ইসলাম, কাঞ্জন বিবি, নুর জাহান, মোজব্বার আলী, আলী মাহমুদ, মশিয়ার রহমান, শফিউল আজম, সাইফুল ইসলাম, ডিএম আফতাবুজ্জামান, সালমা খাতুন ও উদ্যোক্তা ইমাদুল হক প্রমুখ।