বাগমারায় গাঁজা বিক্রেতা আটক

মো: হেলাল উদ্দীন; বাগমারা, রাজশাহী | প্রকাশ: ২৩ মার্চ, ২০২৫, ০৬:৫৪ পিএম
বাগমারায় গাঁজা  বিক্রেতা আটক
রাজশাহীর বাগমারার এলাকার পাইকারি ও খুরচা গাঁজা বিক্রেতাকে আটক করেছে র্যাব। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার ঝিকড়া ফৌজদারপাড়া পুকুর পাড় থেকে আটক করা হয়। এঁরা হলেন ঝিকড়ার নামকানের আয়নুল হকের ছেলে আনোয়ার হোসেন মণ্ডল(২৫) ও একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোয়াজ্জেম হোসেন (২৬)। র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন ( র্যাব)-৫ এর একটি দল গতকাল শনিবার বিকেল থেকে ঝিককাড় ফৌজদার পাড়া এলাকায় অবস্থান নেন। সেখানের একটি পুকুরপাড় থেকে পাইকারি ও খুরচা গাঁজা বিক্রি করা হয় বলে র্যাব জানতে পারে। সন্ধ্যার দিকে দুই গাঁজা বিক্রেতা মোটরসাইকেল নিয়ে সেখানে আসলে র্যাব সদস্যরা তাঁদের ধরে ফেলে। এসময় তাঁদের কাছে থাকা গাঁজা ভর্তি একটি থলে, দুইটি মোবাইল ফোন, তিনি সিমকার্ড ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। থলে থেকে ছয়কেজি গাঁজা উদ্ধার করা হয়। রাতে তাঁদের বিরুদ্ধে র্যাবের পক্ষে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের পর থানায় হস্তান্তর করা হয়। আজ রোববার সকাল সাড়ে ১০ টায় ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। র্যাব জানায়, গ্রেপ্তার হওয়া দুই তরুণ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁরা মূলত গাঁজা ব্যবসায়ী। তাঁরা গাঁজা এনে ওই পুকুর পাড়ে অস্থায়ী দোকান বসিয়ে খুরচা ও পাইকারি বিক্রি করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে এমন তথ্য ও অভিযোগ রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের ধরার চেষ্টা করে আসছিল। বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা রয়েছে। আদালতে পাঠানো হয়েছে। তাঁর খুরচা ও পাইকারি গাঁজা বিক্রি করেন। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ ছয়কেজি।
আপনার জেলার সংবাদ পড়তে